শিক্ষা

কলমাকান্দায় এসএসসি পরীক্ষার হলে শিক্ষার্থীর মৃত্যু

  MD KAYEAS AHMED ২১ নভেম্বর ২০২১ , সময় : ১০:৩৩ মিনিট অনলাইন সংস্করণ

মৃত্যু
কলমাকান্দায় এসএসসি পরীক্ষা দিতে এস শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

রোববার (২১ নভেম্বর) সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে তার মৃত্যু হয়।

 

সে কলমাকান্দার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং কলমাকান্দার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

ময়মনসিংহে “মানবকল্যাণ ফোরাম” এর অসহায়দের মাঝে খাবার বিতরণ 

কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিউলিপ ম্রং বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার এসএসসি’র ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মামৃত্যুথা ঘুরে মেঝেতে পড়ে যায়।

 

পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহন করেন।

 

কিন্তু পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে আবারও সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে যায়। তখনই হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসকদের ধারনা রক্ত শুন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।

Google News

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content