অল্প বয়সে এডিট ও ফটোগ্রাফিতে দক্ষতা দেখিয়েছেন চট্টগ্রামের মুজাহিদ – Mujahid Bin Karim
বর্তমানে চট্টগ্রামের সু-পরিচিতি আলোকচিত্র প্রতিষ্ঠান এর নাম মুজাহিদ ফটোগ্রাফি।
Mujahid Bin Karim
মাত্র ১৮ বছর বয়সে আলোকচিত্রের মতো চ্যালেঞ্জিং কাজকে পেশাগত ভাবে নিয়েছেন মুজাহিদ।
পুরো নাম মুজাহিদ বিন করিম তবে সবাই তাকে মুজাহিদ নামেই চিনে।
তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদার বাড়ী গ্রামে ২০০৪ সালের ৫ই মে তারিখে জন্মগ্রহণ করেন।
মুজাহিদ বলেন, ছোট বেলা থেকেই আমার অনেক বড় সপ্ন ছিলো ভালো একজন এডিটর / ফটোগ্রাফার হবো।

ময়মনসিংহে “মানবকল্যাণ ফোরাম” এর অসহায়দের মাঝে খাবার বিতরণ
আমি যখন ২০১৮ সালে জেএসসি পরিক্ষা দেওয়ার পর ছুটির সময় থেকে মনযোগ দিয়ে ছবি তোলা শুরু করি।
সেই সাথে ছবি এডিট এরও কাজ শিখতে থাকি।
আলহামদুলিল্লাহ এখন আমি একজন ফটোগ্রাফারের পাশাপাশি একজন এডিটর ও
এডিট করা যদিও একটু প্যারা দায়ক কাজ তবুও এডিট করার মাঝে রয়েছে এক অন্য রকম আনন্দ।
প্রায় ১০/১২ বছর বয়স থেকেই ছবি ও ক্যামেরা চিনতে শুরু করি। সেই ছোটবেলার চেনা থেকে ছবির প্রতি প্রেম শুরু।
তারপরশখ, শখ থেকে একসময় পেশায় রূপ নেয়। পড়াশোনার পাশাপাশিও ছবি তোলা হতো নিয়মিত। একসময় ইচ্ছা হলো পুরোপুরিই ফটোগ্রাফি করি। তারপর যেই ভাবনা সেই কাজ।
২০১৮ সালে পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি করতে থাকি।
ফটোগ্রাফি আমার নেশা ও পেশা। এই কাজে আমি কখনই ক্লান্ত হই না। বাসায় আমি আমার মত করে কিছু প্রাকটিস করি, প্রকৃতিতে যা পাই- ছবি তুলি।
কাজটাকেআমি কখনই চাপ হিসেবে নেই না। কাজের মাঝে আনন্দ থাকলে সে কাজে কখনই ক্লান্তি আসে না।
মুজাহিদ আরো বলেন,
কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং চর্চা করতে হবে।
অনেকেমনে করেন, একটা ভালো ক্যামেরা হলেই একটি ভালো ছবি হবে।
ভালো একটি ক্যামেরা এবং লেন্সের অবশ্যই দরকার আছে। তবে তার আগে জরুরি হলো সেই ক্যামেরা ও লেন্সটাকে জানা।
সেইসঙ্গে ছবি কিভাবে তুলতে হয় সে সম্পর্কেও জানতে হবে।
সব ক্ষেত্রেই শিক্ষার একটা বিষয় আছে। কাজকে ভালোবাসতে হবে।
কাজকে যত ভালোবাসা যাবে, মনোযোগী হওয়া যাবে, তত ভালো কাজ শেখা যাবে।
আর ভালো করার চেষ্টাই আপনাকে সফলতা এনে দেবে।
চেষ্টা করতে হবে,হার মানা যাবে না,কে কি বলে তা শুনা যাবে না।
নিজেকে গড়ে তুলতে হবে।