কলম সৈনিক আনিসুর রহমান আর নেই!
মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি
দৈনিক দেশ কন্ঠস্বর পত্রিকার সম্পাদক আনিসুর রহমান চলে গেলেন না ফেরার দেশে। গতকাল অপরাহ্নে এই কলম সৈনিক নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ব্যাক্তিগত জীবনে আনিসুর রহমান ছিলেন এক সন্তানের জনক ও পেশাদার জীবনে তিনি ছিলেন স্বচ্ছ ও সুস্থধারার একজন সাংবাদিক। তিনি তাঁর জীবদ্দশায় দৈনিক দেশ কন্ঠস্বর পত্রিকার সম্পাদনা ও প্রকাশনা করেছেন এবং জাতির বিবেক হিসেবে নিজেকে স্বচ্ছ ও দৃঢ় রেখেছেন আমরণ পর্যন্ত।
তাঁর মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান লিটন, পিবিআই নেত্রকোণা ইউনিটের ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেন ও ক্রাইম রিপোর্টার নুরুল হুদা সহ নেত্রকোণা জেলার সকল সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।