সাহিত্য

জাগ্রত -দিদার আহমেদ এর কবিতা-ধূসর কাব্যিক।

  Didar Ahmed ১৭ এপ্রিল ২০২৪ , সময় : ১০:১৫ মিনিট অনলাইন সংস্করণ

এক ক্লান্ত হাওয়ায় ভেসে আমি শান্ত মাধবী তোমায় দেখি,

ছিন্ন তুলিতে শুকনো রঙে,বদ্ধ ঘরে আমি তোমায় আকিঁ।

হিজলতলী তোমার আমার শেষ বিকেলের শেষ ঠাঁই,

ইচ্ছেগুলো মৃত প্রায়, স্বপ্নগুলোই আচমকায় দিয়াশলাই জ্বালাই।

 

জীর্ণ শীর্ণ সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে জলের মতো লাল রং,

রক্তিম চাহনি, মলিন মুখ হাসে আর কিছু স্মৃতির ধোঁয়ায় আচ্ছন্ন আড়ং;

আমি ভোর হয়ে ফিরবো, আমি হায়নার মতো হাসবো যদি হাসি,

রক্তিম আমিও হবো, ধোঁয়াশায় হাসি কেটে দিবে সব যদি আমি আসি।

 

আরো লাল রং গড়িয়ে পড়ুক সিঁড়ি বেয়ে অনবরত,

হায়নার হাসি অপেক্ষায় আজও আমি জাগ্রত।

-ধূসর কাব্যিক

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content