ইউপি নির্বাচনে কলমাকান্দা উপজেলার আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা
জসিম উদ্দীন, কলমাকান্দা
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহ বিভাগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
রবিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদকের সাক্ষরে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত হয় ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের ময়মনসিংহ বিভাগের মনোনীত প্রার্থীদের নামের তালিকায় দেখা যায় নেত্রকোণা জেলার কলমাকান্দা ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীরা হলেন ককলমাকান্দা সদর ইউনিয়নের পলাশ কান্তি বিশ্বাস রংছাতি ইউনিয়নে তাহেরা খাতুন ,
কৈলাটি ইউনিয়নে হাজী জয়নাল আবেদীন , নাজিরপুর ইউনিয়ন মো আব্দুল আলী, বরখাপন ইউনিয়নের এ কে এম হাদিছুজ্জামান, পোগলা ইউনিয়নের মো: মোজাম্মেল হক, লেঙ্গুড়া ইউনিয়নের রফিকুল ইসলাম, খারনৈ ইউনিয়নের আবু বকর সিদ্দিক আ’লীগের প্রার্থী হিসাবে ।