MD KAYEAS AHMED ৫ এপ্রিল ২০২২ , সময় : ৬:১৫ মিনিট অনলাইন সংস্করণ
আল নোমান শান্ত, দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজে ২৯ ঘন্টা পর শিশু জিহাদের মরদেহ পাওয়া গেছে। এরআগে সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজের ঘটনার ২৯ ঘন্টা পর বালুর গর্ত থেকে উদ্ধার হয় শিশুটির মরদেহ। নিহত শিশু জিহাদ ভবদেব পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় মাদ্রাসাতে পড়াশোনা করে জিহাদ। ছুটিতে বাড়িতে এসেছে। জিহাদ ও তার বোন ডিঙ্গিনৌকায় করে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে যায়। লাকড়ি সংগ্রহের একপর্যায়ে নৌকা বালুর চড়ে আটকে গেলে জিহাদ নৌকা থেকে নেমে নৌকা সরানোর চেষ্টা করলে বালুর গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর ছোট বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং খোজাখুজি শুরু করলেও সন্ধান মেলেনি জিহাদের। স্থানীয়রা ডুবুরিকে খবর দেই। পরে ময়মনসিংহের ডুবুরি দল (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ সময় চেষ্টার পরও সন্ধান না পেয়ে ব্যার্থ হয়ে ফিরে যায় ডুবুরি দল। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিকেলে বালুর গর্ত থেকে লাশ উদ্ধার হয়।
Dhaka, Bangladesh বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 4:05 AM |
Sunrise | 5:25 AM |
Zuhr | 11:56 AM |
Asr | 3:22 PM |
Magrib | 6:26 PM |
Isha | 7:47 PM |