দেশজুড়ে

নিজেদের ফোকাসে নয়, আদর্শ থেকেই ধান কেটে দিচ্ছি: কৃষকলীগ সভাপতি

  Mahabub Alam ১ মে ২০২৩ , সময় : ৫:২০ মিনিট অনলাইন সংস্করণ

নেত্রকোনা প্রতিনিধি।

কৃষকের মুখে হাসি ফুটাতে কৃষক লীগের জন্ম। নির্বাচনকে সামনে রেখে আ’লীগকে ফোকাস করা নয়, বরং নীতি এবং আদর্শের জায়গা থেকেই কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

ক্ষমতায় থাকা না থাকার সাথে কৃষকের সঙ্গে আ’লীগের সম্পর্ক বিদ্যমান নয়। সোমবার (১লা মে) নেত্রকোনা জেলা কৃষকলীগ আয়োজিত ধান কাটা উৎসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

১৯৯৫ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন ১৮ জন কৃষক হত্যার শিকার হয়। তখনকার সময় শেখ হাসিনা কৃষকের অধিকার আদায়ে তাৎপর্যপূর্ন অবদান রেখেছিলেন বলেও মন্তব্য করেন এই কৃষক নেতা।

পরবর্তীতে কর্মসূচির অংশ হিসেবে কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাকা বোরোধান কেটে গোলায় তুলে দিয়েছে কৃষকলীগের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, আহমেদ সারওয়ার কবীর (বিপ্লব), নেত্রকোনা কৃষক লীগের আহবায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক মোতালেব খান রানা, সদস্য সচিব মোঃ আবু তাহের, জেলা কৃষকলীগ নেতা সুজন সাহা প্রমুখ।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content