দেশজুড়ে

দুর্গাপুরে পানিবন্দী মানুষের মাঝে শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ

  MD KAYEAS AHMED ২১ জুন ২০২২ , সময় : ১:১৭ মিনিট অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পানিবন্দী মানুষের মাঝে শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ
দুর্গাপুরে পানিবন্দী মানুষের মাঝে শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ

দুর্গাপুর প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে টানা কয়েকদিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় পানিবন্দী ৭১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এসএসসি পরিক্ষার্থী ছাত্ররা।

পরিবেশ বন্ধু সম্মাননা পেলো দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং

সোমবার দুপুরে উপজেলার গাওকান্দিয়া গ্রামের পানিবন্দী মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীতে প্রতি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, হাফ লিটার তেল, ১ কেজি আলু, হাফ কেজি পেয়াজ, হাফ কেজি ডাল, হাফ কেজি লবণ। যাদের আয়োজনে তারা হলো-আলিফ, রাতুল, পূণ্য, রাজন, সৌমিত, প্রত্যয়, রাজন, দিব্য, রিয়াদ, নিবীড়, শান্তা, জান্নাত, তালহা প্রমুখ।

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু – দুর্গাপুর 

শিক্ষার্থী আলিফ বলেন,১ দিনে দুর্গাপুর পৌরসভায় আমরা অফিস-আদালত, বাজার, রাস্তাঘাট, সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা সমপরিমাণ অর্থ সংগ্রহ করি এবং মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশ/নগদের মাধ্যমে প্রায় ৩ হাজার টাকা সংগ্রহ করি পরে সেটাই পানিবন্দী মানুষের মাঝে এসব বিতরণ করি।

এ কাজে সকালের সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা|

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content