MD KAYEAS AHMED ১৪ মার্চ ২০২২ , সময় : ১:৫৬ মিনিট অনলাইন সংস্করণ
দুর্গাপুরে কলেজ ছাত্রের আত্যহত্যা
আল নোমান শান্ত, দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে বাঁশের ধন্নার সাথে প্লাস্টিকের রশি গলায় দিয়ে ঝুলে নাছিমুল হক (২১) নামের এইচএসসি ১ম বর্ষের ছাত্র আত্যহত্যা করেছে। রবিবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউদ্দ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাছিমুল হক ওই এলাকার মোঃ আবুল কাশেম (৬৫) এর পুত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাছিমুল জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধি।সে পূর্বে অনেক বার আত্মহত্যা করার চেষ্টা করেছে। রবিবার দুপুরে সকলের অগোচরে নিজ বাড়ী হইতে অনুমান ৩০০ ফুট উত্তরে পরিত্যাক্ত টিনের ঘরের ভিতর বাঁশের ধন্নার সাথে প্লাস্টিকের রশি দ্বারা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নিরাপদ সড়ক ও হাফ পাশের দাবিতে চিটাগাংরোড মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোনো এক সময়ে পিতা আবুল কাশেম পুকুরে গোসল করতে গেলে ওই পরিত্যাক্ত টিনের ঘরের পাশে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘরের ভিতর তাকিয়ে দেখে নাছিমুল বাঁশের ধন্নার সাথে ঝুলে আছে এ সময় তার চিৎকার শুরু করলে আশেপাশে লোকজন ছুটে আসে ও পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
অন্যান্য
আরো দেখুন:
Dhaka, Bangladesh Thursday, 30th June, 2022 | |
Salat | Time |
Fajr | 3:47 AM |
Sunrise | 5:15 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:20 PM |
Magrib | 6:49 PM |
Isha | 8:17 PM |