Mahabub Alam ২৯ মে ২০২৩ , সময় : ৫:০১ মিনিট অনলাইন সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধি।
২৫ মে নেত্রকোণার দক্ষিণ বিশিউড়া উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয় ছাত্রলীগ নেতা গৌরবসহ অন্তত ২০ জন নেতাকর্মী।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহম্মেদ খানের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে। গুরুতর জখম হওয়ায় রক্ত জমাটবদ্ধ হওয়ার কারণে কিডনিতে প্রভাব পড়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগারগাঁও জাতীয় কিডনি ফাউন্ডেশনে প্রেরণ করা হয়।
এদিকে গৌরবের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছে তার পরিবার। ঘনিষ্ঠসূত্রে জানা গেছে কিডনিতে আঘাতটা গুরুতর হওয়ার ফলে তাকে ময়মনসিংহে রাখা হয়নি। ঢাকায় তাকে ডায়লাসিস করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ২৫ মে আ’লীগ সমর্থিত প্রার্থী আবদুর রহমান মাস্টারের পক্ষে নির্বাচনী কাজে অংশ নিতে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনের সঙ্গী হয়ে অত্র ইউনিয়নে যান তিনি। এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা তাদের উপর চড়াও হলে সেখানে হামলার শিকার হন এই ছাত্রনেতা। একই হামলায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসিম বিশ্বাস এবং আ’লীগ নেতা মাসুদ খান আহত হয়েছেন।
বৃহ | শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
Dhaka, Bangladesh শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:26 AM |
Sunrise | 5:42 AM |
Zuhr | 11:56 AM |
Asr | 3:24 PM |
Magrib | 6:10 PM |
Isha | 7:26 PM |