দেশজুড়ে

কলমাকান্দায় ফলের ক্যারেট করে ভারতীয় মদ পাঁচারকালে আটক দুই

  Mahabub Alam ৩ জুন ২০২৩ , সময় : ৬:২৭ মিনিট অনলাইন সংস্করণ

নেত্রকোনার কলমাকান্দায় ফলের ক্যারেট করে ভারতীয় মদ পাঁচারকালে থানা পুলিশের জালে ধরা পরেছে দুই মাদক ব্যবসায়ী

আজ শনিবার (৩ জুন) ভোরে উপজেলার কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে আল আমিন (২৬) ও একই ইউনিয়নের গুল মহাজনের ছেলে ফরহাদ (২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে ওসি আবুল কালাম (পিপিএম) এর নেতৃত্বে কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল মদসহ আল আমিন ও ফরহাদ নামে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের পাঁচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্ত দিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ গাড়ি করে অন্যান্য মালামালের সাথে অভিনব কুটকৌশল অবলম্বন করে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাদক পাঁচার করে আসছে মাদক কারবারিরা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম নেত্রকোণা লাইভকে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল। এঘটনায় আটক কৃতদের নামে মামলা দায়ের করে দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অভ্যাহত আছে।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content