দেশজুড়ে

পুলিশের দক্ষতায় ২৪ ঘন্টায় উদ্ধার হলো শিশু মাইশা

  MD KAYEAS AHMED ১৪ জানুয়ারি ২০২৩ , সময় : ৭:৩৮ মিনিট অনলাইন সংস্করণ

পুলিশের দক্ষতায় ২৪ ঘন্টায় উদ্ধার হলো শিশু মাইশা
পুলিশের দক্ষতায় ২৪ ঘন্টায় উদ্ধার হলো শিশু মাইশা

জেলা পুলিশ নেত্রকোণা:

কেন্দুয়া থানাধীন চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের জনৈক জাহাঙ্গীরের সাথে মাসকা ইউনিয়নের সাতাশি গ্রামের আব্দুল মজিদ গংদের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।

এর জের ধরে ১২ই জানুয়ারি জাহাঙ্গীরের স্ত্রী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানান, যে আব্দুল মজিদ গং ১০ তারিখ রাতে তাদের বাড়িতে উপস্থিত হয়ে তার স্বামীর অনুপস্থিতিতে তাদের বাড়িতে অবস্থান করে। এবং ভোরবেলা তার পাঁচ বছরের মেয়ে মাইশাকে নিয়ে চলে যায়।

নেত্রকোণায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন

 

অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়,সম্ভাব্য সকল স্থানে তল্লাশি করে শিশুটি উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পিতা-মাতার বিভ্রান্তিকর তথ্যের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।

পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদ,তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিশু মাইসাকে তার মা নিজ বোনের বাড়ি কুমিল্লা দাউদকান্দিতে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য উক্ত অভিযোগটি করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনের সংস্পর্শে আসা শিশু মাইসাকে কুমিল্লা দাউদকান্দি তার খালা বাড়ি থেকে কেন্দুয়া থানা পুলিশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাইসার বাবা-মা স্বীকার করে যে প্রতিপক্ষ আব্দুল মজিদ গংকে ফাঁসাতে উক্ত ঘটনাটির অবতারণা করে।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content