আন্তর্জাতিক

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিরাক বাংলাদেশের অ্যাডভোকেসি সভা

  MD KAYEAS AHMED ১৫ আগস্ট ২০২২ , সময় : ৪:৫৪ মিনিট অনলাইন সংস্করণ

Serac Bangladesh

সিরাক-বাংলাদেশ USAID ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সুখী জীবন প্রকল্পের অধীন (১৪ আগস্ট) রোববার ময়মনসিংহে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২২’-এর পরবর্তী তরুণ ও বিশেষজ্ঞদের সাথে একটি আলোচনা সভার আয়োজন করে।

 

যেখানে ১০০জন তরুণ-তরুণী Intergenerational Soliderity-কে প্রতিপাদ্য করে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়নের সাথে সংযোগ স্থাপন করে।

 

অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন তরুণ-তরুণী সরকারি কর্মকর্তা এবং অন্যান্য SRHR স্টেকহোল্ডারগণ।

 

সিরাক-বাংলাদেশ এর সহকারি পরিচালক (প্রোগ্রাম) মো: সেলিম মিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এসএম সৈকত।

 

ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক, মেহেরুন্নেচ্ছা সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

 

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ-পরিচালক মো: মাজহারুল হক চৌধুরী, সহকারী পরিচালক (এডিসিসি) ডা: নার্গিস মোর্শেদা, পাথফাইন্ডার ইন্টারন‌্যাশনাল এর ময়মনসিংহ রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের সভাপতি ইঞ্জি: নুরুল আমীন কালাম।

 

সিরাক-বাংলাদেশের অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মো: শফিউল্লাহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক ২০টি কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাজ করার মাধ্যমে ৪০ জন ভিপিএল (ভলান্টিয়ার পিয়ার লিডার) কীভাবে প্রজনন স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অবদান রাখে তার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আলোচনা করেন।

 

এস এম সৈকত , সকল কর্মকর্তা এবং যুব প্রতিনিধিদের অভ্যর্থনা জানান। যুব-বান্ধব, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারকে কৌশল অবলম্বন করতে হবে এবং কৈশোর-বান্ধব চিকিৎসা সুবিধাগুলিতে সুযোগ বাড়ানোর জন্য ভলান্টিয়ার অপরিহার্য। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে মানসম্মত সেবা প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

 

উক্ত অনুষ্ঠানের সভাপতি সিরাক-বাংলাদেশকে ধন্যবাদ জানান এমন তারুণ্য বান্ধব আয়োজন করার জন্য। যুব প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে তাঁদের অনেক প্রশ্নের উত্তর উক্ত অনুষ্ঠানের অতিথিদের কাছে জেনে নেয়।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর রিজিওনাল এ্যাডোলোসেন্ট অ্যান্ড ইয়ুথ কো-অর্ডিনেটর মো: আজিজুর রহমান, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন রায়হান, সিরাক-বাংলাদেশ এর কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অফিসার মিজানুর রহমান পাভেল, এসোসিয়েট ফাইন্যান্স অফিসার প্রবাল রায়, এসোসিয়েট এডমিন অফিসার আজিজুল ইসলাম, প্রোগ্রাম এসোসিয়েট অপূর্ব কৃষ্ণ রায় ও রিয়াদ হোসেন।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content