আন্তর্জাতিক

দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  MD KAYEAS AHMED ২৬ মার্চ ২০২২ , সময় : ৫:৪৮ মিনিট অনলাইন সংস্করণ

Netrakona Live
দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আল নোমান শান্ত,দুর্গাপুর প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সুর্য্যদয়ের সাথে সাথে সরকারি-কর্মকর্তা কর্মচারী, দুর্গাপুর চৌকি আদালত, আইনজীবী সমিতি, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্গাপুর প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আনন্দ র‍্যালি –  

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ও ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমীন নেলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলা উদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ভাইস চেয়ারম্যান নাজমুল আকঞ্জি নীরা, পারভীন আক্তার, অফিসার ইনচার্জ (ভার:) মীর মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সাংস্কৃতিক বিপ্লবের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content