বিনোদন

নাটক নির্মাতা ও চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী এখন বান্দরবনে

  MD KAYEAS AHMED ১ নভেম্বর ২০২১ , সময় : ৫:০৮ মিনিট অনলাইন সংস্করণ

Nazmul Haque Bappy
নাজমুল হক বাপ্পি

তরুণ নাটক নির্মাতা ও চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী । নাটক নির্মাণের পাশাপাশি তিনি নিয়মিত ছবি আঁকেন।

কাজের ব্যস্ততায় অবসর কাটানোর জন্য খুব একটা সময় মেলে না তার।তাই এবার কাজের শেষে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগটা মিস করলেন না তিনি।

নাজমুল হক বাপ্পির পরিচালনায় আসছে – কথা ছিলো

শিল্পী নাজমুল হক বাপ্পীর – ঈদের শুভেচ্ছা

বান্দরবানের অপরূপ সৌন্দর্য্যের বাহারে নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন।সম্প্রতি তিনি ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টিকে নিয়ে ‘আমি তোমার আকাশ হবো’ নাটকের শুটিং সম্পন্ন করে বান্দরবানে ঘুরতে এসেছেন।

নাজমুল হক বাপ্পি জানান, ‘শুটিং শেষে একটু রিফ্রেশ হবার জন্য মানসিক প্রশান্তির জন্য প্রকৃতির এতো কাছাকাছি আসা।

গত চার দিন ধরে আমি বান্দরবানে আসছি এবং বান্দরবানের বিভিন্ন জায়গায় যেমন রুমা বাজার,বগা লেক, রিজুক ঝর্নায় ঘুরে ঘুরে দেখছি।

আমি সত্যিই মুগ্ধ, আমাদের দেশে এতো সুন্দর সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ আছে।আমাদের সবারই উচিত বিদেশে না গিয়ে দেশের এমন সৌন্দর্যময় জায়গাগুলো ঘুরতে যাওয়া। আমার ভীষণ ভালো লাগছে।

আমি যেনো এখানে এসে সত্যি সত্যি প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি।’

প্রসঙ্গত,নাজমুল হক বাপ্পী ঢাকায় এসে তার নতুন প্রজেক্টে হাত দিবেন।নতুন বছরের ভ্যালেন্টাইন ডে’র জন্য নতুন নাটকের শুটিং শুরু করবেন।

 

Google News

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content