MD KAYEAS AHMED ২৬ জানুয়ারি ২০২২ , সময় : ১:৪৬ মিনিট অনলাইন সংস্করণ
চিত্রশিল্পী ও নাটক নির্মাতা নাজমুল হক বাপ্পীর ব্যস্ততা এখন তার পেইন্টিং নিয়ে, তার পরবর্তী দশম একক চিত্র প্রদর্শনীর জন্য তিনি গত কয়েক মাস ধরে তৈরি হচ্ছেন।
প্রদর্শনটি কবে, কোথায় তা তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবেন।
তবে বর্তমান করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই, তিনি প্রদর্শনটি করতে চান।
ইতিমধ্যে নির্মাতা বাপ্পী তার নির্দেশনায় “আমি তোমার আকাশ হবো” নাটকের শুটিং ও সম্পাদনা সম্পন্ন করেছেন।
“হিয়া মাল্টিমিডিয়ার ” ব্যানারে নাটকটিতে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। “হিয়া মাল্টিমিডিয়া” প্রডাকশন কর্ণধার- মোঃ হাবিবুর রহমান ও পরিচালক নাজমুল হক বাপ্পী জানান নাটকটি আসছে ভালোবাসা দিবসে
প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
চিত্রশিল্পী ও নাট্য নির্মাতা বাপ্পী জানান তাঁর রচনা এবং পরিচালনায় আরো দুটি নাটক ফেব্রুয়ারীতে শুটিং এর কথা রয়েছে।
পেইন্টিং এর ব্যস্ততা শেষ হলে নির্মাতা আগামী ঈদের বেশ কিছু প্রজেক্টে হাত দিবেন বলে জানা গেছে।
নাটক নির্মাতা ও চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী এখন বান্দরবনে
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ | |
Salat | Time |
Fajr | 4:48 AM |
Sunrise | 6:03 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:32 PM |
Magrib | 6:09 PM |
Isha | 7:25 PM |