আন্তর্জাতিক

ফ্রান্সে প্রদর্শিত হবে নেত্রকোণার চিত্রশিল্পী বাপ্পীর পেইন্টিং

  MD KAYEAS AHMED ৭ মার্চ ২০২৪ , সময় : ১০:২৬ মিনিট অনলাইন সংস্করণ

ফ্রান্স এর রোয়েন এ শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল “৮৪ই সেলন দেস আর্টিস্টস ইনডিপেনডেন্টস নরম্যান্ডস আর্ট এক্সিবিশন”

ফ্রান্সের বৃহত্তম এই এক্সিবিশন এ দেশের জনপ্রিয় চিত্রশিল্পী নেত্রকোণার গর্ব নাজমুল হক বাপ্পীর পেইন্টিং প্রদর্শিত হবে । এই মাসের শুরুতেই ফেস্টিভ্যাল কমিটি শিল্পী বাপ্পীর পেন্টিং সিলেকশন এর বিষয়টি নিশ্চিত করে চিঠি পাঠায় । ৯ মার্চ থেকে শুরু হওয়া এই আর্ট ফেস্টিভ্যাল চলবে ২৪ মার্চ পর্যন্ত । ফ্রান্সের রুয়েনে এই আন্তর্জাতিক মিলনমেলায় শিল্পী বাপ্পি যোগ দেবেন । এর আগেও নাজমুল হক বাপ্পী ইতালির ফ্লোরেন্স ও লন্ডনে একক চিত্র প্রদর্শনী করেছিলেন । দেশে এবং দেশের বাইরে মোট ১১ টি একক প্রদর্শনী করেছেন এই শিল্পী । পুরস্কার অর্জন করেছেন জাতিও ও আন্তর্জাতিক পর্যায়ে । বাংলাদেশে এই বছরের শেষের দিকে তিনি একক প্রদর্শনী করবেন বলে জানা যায় |

 

চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বি এফ.এ এবং এম.এফ.এ ডিগ্রী সম্পন্ন করে প্রথম শ্রেনী ডিগ্রী অর্জন করেন।এরপর তিনি চায়না সরকারের শতভাগ বৃত্তি নিয়ে চাইনিজ পেইন্টিং এর উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন।বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।চিত্রশিল্পের বিভিন্ন মাধ্যমে বাপ্পী জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বহু পুরস্কার অর্জন করেন।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content