MD KAYEAS AHMED ২৪ এপ্রিল ২০২২ , সময় : ৮:৩৫ মিনিট অনলাইন সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধিঃ
লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার!!
অভিযোগকারী জনাব অভিজিৎ সাহা শান্ত নেত্রকোণা সদর উপজেলার মেছুয়া বাজারস্থ মেসার্স শুভ স্টোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে তার নিকট অভিযুক্ত প্রতিষ্ঠান অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করেছেন।
কলমাকান্দা তালিমুল কোরআন মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ
বসুন্ধরা ১লি. তেলের বোতলের গায়ের মূল্য ১৬৮ টাকা হলেও অভিযোগকারীর নিকট ১৭০ টাকা করে রাখা হয়। পরে শুনানিতে অভিযোগ প্রমানিত হলে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়।
মোট জরিমানার ২৫% হারে ১৫০০ টাকা আজ জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মাহমুদ স্যার অভিযোগকারীর নিকট তুলে দেন।
দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক্স দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
ভোক্তা অধিকার বিরোধি কাজে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রমাণসহ অভিযোগ করুন ad-netrokona@dncrp.gov.bd তে।
ভোক্তা অধিকার হটলাইন ১৬১২১।
Dhaka, Bangladesh বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 4:05 AM |
Sunrise | 5:25 AM |
Zuhr | 11:56 AM |
Asr | 3:22 PM |
Magrib | 6:26 PM |
Isha | 7:47 PM |