অর্থনীতি

দুর্গাপুরে সিপিবি ‘র অর্ধদিবস হরতাল পালিত

  MD KAYEAS AHMED ২৮ মার্চ ২০২২ , সময় : ৭:৩৭ মিনিট অনলাইন সংস্করণ

Netrakona Live

আল নোমান শান্ত,
দুর্গাপুর প্রতিনিধি:

ভোজ্যতলে, পেঁয়াজ, চাল-ডাল- সিলিন্ডার গ্যাস, পানিসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা দেশের মতো নেত্রকাণার দুর্গাপুরে অর্ধদিবস হরতাল করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখা। আজ সোমবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে এ হরতাল কর্মসূচী পালিত হয়।

দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত – Netrakona Live

হরতাল চলাকালীন সময়ে দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন মোড়ে মোড়ে তাদের অবস্থান কর্মসূচী ও সিপিবি নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। বক্তারা বলেন, এ হরতাল সিপিবি‘র নয়, এ হরতাল সাধারণ মানুষের। বাজারে খাদ্যদ্রব্যসহ নিত্যব্যবহার্য পন্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ নিয়ে বর্তমান সরকার কোন পদক্ষেপ গ্রহন করছেন না। আমরা সরকারের বিপক্ষে নই, আমরা চাই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমুল্যের দাম সহনীয় পর্যায়ে এনে, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আজকের হরতালের পরেও যদি সরকার কোন কর্নপাত না করেন, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক কঠোর আন্দোলনে যাবে সিপিবি।

Subscribe

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content