জনপ্রিয় ব্যক্তিত্ব

আশরাফুল বারী সামি একজন বাংলাদেশী সুরকার – Ashraful Bari Sami

  MD KAYEAS AHMED ১৪ নভেম্বর ২০২১ , সময় : ১:৪৬ মিনিট অনলাইন সংস্করণ

আশরাফুল বারী সামি একজন বাংলাদেশী সুরকার - Ashraful Bari Sami
আশরাফুল বারী সামি

Ashraful Bari Sami (আশরাফুল বারী সামি) একজন সুরকার এবং গীতিকার এবং উদীয়মান বাংলাদেশী সঙ্গীত সুরকার।

তিনি ৩০ জানুয়ারী ২০০৩ বাংলাদেশের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত সংগীতশিল্পী। আধুনিক যন্ত্রের সঙ্গে লোকসঙ্গীতের সমন্বয় ঘটিয়ে তিনি তৈরি করে চলেছেন নানা ধরনের সঙ্গীত।

বিভিন্ন ধরনের মিউজিক্যাল কম্পোজের সাথে বিভিন্ন ধরনের মিউজিক্যাল কম্পোজ তাকে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মিউজিক কম্পোজার হিসেবে পরিচিত করেছে।

তার গান ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের মতো অন্যান্য দেশের মতো, স্পটিফাই, আইটিউনস, অ্যাপল, আমাজন, সাউন্ডক্লাউড, টাইডাল,

ডিজার, আমঘামি, শাজাম, মিউজিকম্যাচ এবং অন্যান্য জনপ্রিয় সঙ্গীত প্ল্যাটফর্ম সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও সমানভাবে জনপ্রিয় হয়েছে।

“Glowing Sky- হলো প্রথম সঙ্গীত যা ফেসবুক, ইউটিউব, স্পটিফাই অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিও সাভান-এসহ আরো অনেক জায়গায় আপলোড করা হয়েছে।

বাংলাদেশের সমালোচকরা তাকে একজন সম্ভাব্য সঙ্গীত রচয়িতা হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ এবং ভারতীয় সঙ্গীত শিল্পে কাজ করেন।

তার ছোট কাল থেকেই গানের প্রতি আগ্রহ ছিলো,১০বছর বয়স থেকেই তিনি ব্লগিং ,ডিজিটাল মার্কেটিং শুরু করেন।

তিনি বলেন যে,আমি ছোট থেকেই এগুলা করে আসছি মানুষেরা আমাকে মন থেকে ভালোবাসে আমার গান শুনে।

আশরাফুল বারী সামি তার গান এবং সুরের জন্য খুবই বিখ্যাত এবং জনপ্রিয়,তার গান মানুষেরা মন থেকে ভালোবাসে,তার কিছু জনপ্রিয় গান হলো Glowing Sky,
The Season Of Pain,
Morning Feeling”

তিনি আরো কিছু গান নিয়ে কাজ করছেন,তিনি জানান সকলের দোয়ায় খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড দিবেন।
# Ashraful Bari Sami

Social Media

 

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content