MD KAYEAS AHMED ২৬ মার্চ ২০২৪ , সময় : ৯:২৮ মিনিট অনলাইন সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধিঃ
স্বাধীনতা দিবসে নেত্রকোনায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিকেলে নেত্রকোনা বিজিবি ৩১ ব্যাটালিয়নের পক্ষ থেকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী এলাকায় এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় দুই শতাধিক এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণকালে তিনি সাংবাদিকদের জানান, বিজিবি সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সারাদেশেই এ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজয় দিবস ও মাহে রমজান উপলক্ষে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি দুই শতাধিক মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ক্যাপ্টেন আব্দুল আওয়ালসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।
বৃহ | শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Dhaka, Bangladesh রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:08 AM |
Sunrise | 6:29 AM |
Zuhr | 11:50 AM |
Asr | 2:52 PM |
Magrib | 5:12 PM |
Isha | 6:32 PM |