দেশজুড়ে

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে শিশু নিখোঁজ

  MD KAYEAS AHMED ৪ এপ্রিল ২০২২ , সময় : ৩:৪৩ মিনিট অনলাইন সংস্করণ

সোমেশ্বরী
সোমেশ্বরী নদীতে শিশু নিখোঁজ

আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি টুকাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্র জিহাদ(১৪)। সোমবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া এলাকার সোমেশ্বরী নদীতে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই এলাকার দুলাল মিয়া ছেলে।

সোমেশ্বরী

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় মাদ্রাসাতে পড়াশোনা করে জিহাদ। ছুটিতে বাড়িতে এসেছে। জিহাদ ও তার বোন ডিঙ্গিনৌকায় করে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে যায়। লাকড়ি সংগ্রহের একপর্যায়ে নৌকা বালুর চড়ে আটকে গেলে জিহাদ নৌকা থেকে নেমে নৌকা সরানোর চেষ্টা করলে বালুর গর্তে পড়ে নিখোঁজ হয়।

 

এরপর ছোট বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং খোজাখুজি শুরু করলেও ৪ঘন্টা অতিক্রম হয়ে গেলেও সন্ধান মেলেনি জিহাদের। স্থানীয়রা ডুবুরিকে খবর দেই। নিউজ লিখা পর্যন্ত ঘটনাস্থলে ডুবুরিদল উদ্ধার কার্যক্রম শুরু করেনি।

 

 

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক্স দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content