মদনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
MD KAYEAS AHMED
২৯ মে ২০২৩ , সময় : ৯:০৩ মিনিট
অনলাইন সংস্করণ
ইমরান হোসেন (মদন উপজেলা প্রতিনিধি):
নেত্রকোনা জেলার মদন উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯শে মে) উপজেলা কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন,মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন সহ আরো অনেকেই।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, গত(২১মে) রবিবার বিকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার প্রায় দুই শতটি ঘর ভেঙে যায়। এর মধ্যে ঝরে ১৪৭টি ঘর একেবারেই লন্ডভন্ড হয়ে যায । এছাড়াও আরো অনেক ঘর-বাড়ি আংশিক ক্ষতি হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ কেজি করে চাউল ও পাঁচশত টাকা করে নগদ বিতরণ করেন। এছাড়াও আংশিক ক্ষতি গ্রস্তদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এবার ১০০টি অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক বান্ডেল ডিউটিন ও ৩০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া বলেন, আমরা আজ অধিক ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে এক বান্ডেল ঢেউটিন ও নগদ ৩০০০ টাকা করে বিতরণ করেছি। তবে এর কার্যক্রম চলমান থাকবে ।
Post Views: 1,084
আরও খবর:
Sponsered content
Dhaka, Bangladesh রবিবার, ২৩ মার্চ, ২০২৫ |
Salat | Time |
Fajr | 4:44 AM |
Sunrise | 6:00 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:31 PM |
Magrib | 6:11 PM |
Isha | 7:26 PM |