MD KAYEAS AHMED ১ জুন ২০২১ , সময় : ১১:২৫ মিনিট অনলাইন সংস্করণ
সিধলী নাজিরপুর রাস্তায় মহিষাশুড়া ভাঙ্গা ব্রিজে ভোগান্তিতে এলাকার মানুষ, দুঃখ প্রকাশ করেছেন এএসপি দূর্গাপুর সার্কেল নেত্রকোণা।
এএসপি দূর্গাপুর সার্কেল নেত্রকোণা এর টাইমলাইন থেকে হুবহু তুলে ধরা হলো।
রাস্তার চিত্র-
ফেসবুক পোস্ট-
https://m.facebook.com/story.php?story_fbid=340941177450179&id=100046028987002
দুর্গাপুর কলমাকান্দা রাস্তায় যারা নিয়মিত যাতায়াত করে থাকেন, তাদেরকে প্রতিনিয়ত ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।
কলমাকান্দা থানায় যাওয়ার সময় আমি বাসা থেকে সবসময় একটা আতঙ্ক নিয়ে বের হই কখন রাস্তার কোন জায়গায় গাড়ি আটকে যায়।
গত কয়েক দিন আগে নাজিরপুর বাজারের যে অবস্থা ছিল বাধ্য হয়ে লোকজনের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম।
নাজিরপুর বাজারের দিকে যাওয়ার আগে ফোন দিয়ে জেনে নিতাম গাড়ি যেতে পারবে কিনা!!
সবসময় গাড়িতে অস্থিরতা নিয়ে বসে থাকতে হয়। এটা আজকের চিত্র, নাজিরপুর থেকে সিধলী যাওয়ার রাস্তায় এক জায়গার দৃশ্য।
পাশে ছোট ব্রিজ ভাঙ্গা। বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। দুটি লোহার মোটা পাত দিয়ে রাস্তায় গাড়ি পারাপারের ব্যবস্থা।
লোহার পাত দুটো এমনভাবে বসানো ছিল গাড়ি পারাপার সম্ভব হচ্ছিল না। লোকজন ডেকে নিয়ে এসে পাত ঠিক করে গাড়ি পার করতে হয়েছে।আন্তরিক ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের সাহায্য করেছেন।
ঐ এলাকার মানুষ এসব সমস্যা থেকে মুক্তি পেতে চায়।
#নেত্রকোণা সিধলী নাজিরপুর ভাঙ্গা ব্রিজে ভোগান্তিতে এলাকার মানুষ- এএসপি দূর্গাপুর সার্কেল নেত্রকোণা,
আরো পড়ুন:শিল্পী নাজমুল হক বাপ্পীর – ঈদের শুভেচ্ছা
নেত্রকোণা লাইভ এর সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল-
https://youtube.com/channel/UCMJGPwJfJee870tCXit-2tg
Dhaka, Bangladesh শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:11 PM |
Asr | 3:20 PM |
Magrib | 5:42 PM |
Isha | 7:00 PM |