সারাদেশ

দুর্নীতির আঁতুড়ঘর সাহতা ভূমি অফিস, (পর্ব-১)

  Mahabub Alam ১২ অক্টোবর ২০২৩ , সময় : ১০:৫৫ মিনিট অনলাইন সংস্করণ

মোহাম্মদ নুরুল হুদ,ক্রাইম রিপোর্টার

নেত্রকোনায় বারহাট্টা উপজেলা সাহতা ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা ( নায়েব) থেকে শুরু করে অফিস সহকারী ওয়াজেদ মিয়ার কাছেও পরামর্শের জন্য গেলে টাকা ছাড়া মিলছে না কোন সেবা। টাকা না দিলে হতে হয় ভুক্তভোগীদের হয়রানির শিকার আর টাকার কন্টাক্ট করার জন্য বাহিরেও রাখেন তাদের লোকজন। তাদের কথায় মিটমাট হলে তারপর করেন তারা সেবা নিশ্চিত।

এ ব্যাপারে ভূমি কর্মকর্তা (নায়েব)’র সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছা  প্রকাশ করেন এবং লোক মারফত গণমাধ্যম কর্মীকে ডেকে টাকা (ঘুষ)দিতে চান এবং নিউজ প্রকাশ না করার জন্য বলেন।

এ বিষয়ে উপজেলা ভূমি সহকারী কমিশনার(ভুমি) মোঃ ফজলুর রহমান’র সঙ্গে কথা বললে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি’র সঙ্গে কথা বললে তিনি বলেন বিষয়টা লিখিত আকারে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টা আমি খতিয়ে দেখব।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content