সারাদেশ

ঘুষ না দেয়ায় জেলা প্রশাসকের আদেশ অমান্য করলেন নায়েব!

  Mahabub Alam ২ নভেম্বর ২০২৩ , সময় : ৮:১৪ মিনিট অনলাইন সংস্করণ

নেত্রকোন প্রতিনিধি।

চাহিদা অনুপাতে ঘুষ না পাওয়ায় জেলা প্রশাসকের আদেশ নাকোচ করার অভিযোগ উঠেছে বারহাট্টা উপজেলার সাহতা ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে। নায়েব মো: রফিক মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন একই উপজেলার স্বল্পদশাল গ্রামের নয়ন মিয়া।

বুধবার (১ নভেম্বর) বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন ভূমিহীন হিসেবে আবেদন করার পর জমি ভূমিদস্যুদের দখলে থাকায় জেলা প্রশাসক কার্যালয় থেকে তা দখলমুক্ত করার আদেশ দেয়া হয় এই ভূমি কর্মকর্তাকে। কিন্তু তখনো তিনি ৪০ হাজার টাকা দাবি করেন। ৩০ হাজার টাকা তাকে দেয়া হলেও তিনি কাজ করেননি।

সেই সাথে রামপুর দশাল রাস্তার ২১টি গাছ অকশানে পেলেও ৫০ হাজার টাকা না দেওয়ায় গাছ কাটতে বাঁধা প্রদান করেন। পরবর্তীতে ৩ হাজার টাকা দিলেও বাকি টাকা দিতে না পারায় গাছ আর কাটতে দেন নি অভিযুক্ত রফিক মিয়া।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content