দুর্ঘটনা

মাছ ধরার জালে ধরাদিল শিশু মাহাবুব, উদ্ধার কার্যক্রম চলমান।

  Mahabub Alam ৬ জুলাই ২০২৩ , সময় : ৭:৪৪ মিনিট অনলাইন সংস্করণ

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

কংস নদের তীব্র স্রোতে নৌকা ডুবির ঘটনায় প্রায় বারো ঘন্টা পর মাছ ধরার জালে ধরা পরলো নিখোঁজ হওয়া এক শিশুর লাশ।নিখোঁজ রয়েছে আরোও দুইজন।

উদ্ধারকৃত শিশুটির নাম মাহবুব আলম। সে পূর্বধলা উপজেলার রেনু মিয়ার ছেলে।

নেত্রকোণা জেলার পূর্বধলা ও দূর্গাপুর উপজেলার কংস নদের অববাহিকায় গতকাল( বুধবার) ফেরিনৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় নিখোঁজ হওয়া তিনজন শিশুসহ আনুমানিক ২৫ জনের মতো যাত্রী ছিল।

বুধবার সন্ধায় পূর্বধলা কৈলাটি ফেরিঘাট থেকে দূর্গাপুর মুচারবাড়ি ফেরিঘাটের উদেশ্যে রওনা দেওয়া ফেরিনৌকাটি তীব্র স্রোতের কারনে মাঝ নদীতে তলিয়ে যায়। ফলশ্রুতিতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content