MD KAYEAS AHMED ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , সময় : ১১:৫৭ মিনিট অনলাইন সংস্করণ
মোঃ কায়েশ আহমেদ (নেত্রকোণা) :
নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লড়ির চাপায় মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন৷
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের কাঁচারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিন খলিফার ছেলে। সে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করতো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল বুধবার সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি বালুবাহী লড়ি যাচ্ছিল। পথে পৌর শহরে কাঁচারী মোড় এলাকায় ব্যাটারি চালিত অটো গাড়ির সাথে ধাক্কা লেগে চলন্ত বালুবাহী লড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। লাশ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।
বৃহ | শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Dhaka, Bangladesh শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:10 PM |
Asr | 3:18 PM |
Magrib | 5:40 PM |
Isha | 6:58 PM |