সারাদেশ

বন্য হাতির আক্রমণে উপজাতি কৃষকের মৃত্যু

  Mahabub Alam ৮ ডিসেম্বর ২০২২ , সময় : ২:২৮ মিনিট অনলাইন সংস্করণ

মোঃ কায়েস বার্তা সম্পাদক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে বুনেশ রিচিল (৬৫) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বুনেশ রিচিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানান বুধবার রাত ৯টার দিকে ভারত সীমান্তের ওপার থেকে বিজয়পুর জিরো পয়েন্টে ৪০ টির মতো বন্য হাতির পাল প্রবেশ করে। স্থানীয়রা একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়াতে বের হয়। এ সময় বুনেশ রিচিল পালের একটি হাতির খুব কাছে চলে গেলে হাতির পায়ে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে রাত সাড়ে ১০ দিকে বুনেশ রিচিল মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের শেষকৃত্যের জন্য পরিবারের হাতে নগদ সহায়তা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হবে।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content