জনপ্রিয় ব্যক্তিত্ব

ইতালিতে নেত্রকোণা মোহনগঞ্জের সন্তান বাপ্পীর একক চিত্র প্রদর্শনী

  MD KAYEAS AHMED ২৭ অক্টোবর ২০২২ , সময় : ৮:০০ মিনিট অনলাইন সংস্করণ

ইতালিতে নেত্রকোণা মোহনগঞ্জের সন্তান বাপ্পীর একক চিত্র প্রদর্শনী
ইতালিতে নেত্রকোণা মোহনগঞ্জের সন্তান বাপ্পীর একক চিত্র প্রদর্শনী

ইতালির ফ্লোরেন্সে টবিয়ান আর্ট গ্যালারীতে এবার চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পীর দশম একক চিত্র প্রদর্শনী হবে। আজ (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় এই প্রদর্শনীর উদ্বোধন।



চীনের চিত্রশিল্পের বিশেষ কৌশল এবং নান্দনিকতা নিয়ে বাংলাদেশী বিষয়বস্তু শোভা পাবে শিল্পীর প্রত্যেকটি চিত্রে প্রদর্শনীতে। শিল্পী বাপ্পীর মোট ২৫ টি চিত্রকর্ম স্থান পাবে এই আয়োজনে। ‘অনন্ত যাত্রা-২’ শিরোনামে শিল্পী নাজমুল হক বাপ্পীর এই দশম একক চিত্র প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এর আগে বাপ্পী দেশে এবং বিদেশে তার নয়টি চিত্র প্রদর্শনী করেছেন।





এ প্রসঙ্গে বাপ্পী বলেন, আমি ভীষণ গর্বিত ইতালির মতো শৈল্পিক দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে। এবার বেশকিছু কাজ নিয়ে এসেছি, লম্বা সময় এখানে থাকব। নভেম্বরে দেশে ফিরে ঈদের নাটক নির্মাণের কাজ শুরু করব।



নাজমুল হক বাপ্পী একাধারে নাট্য নির্দেশক, চিত্রশিল্পী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরই মধ্যে দেশে-বিদেশে তার বেশ কিছু একক চিত্র প্রদর্শনী বেশ সাড়া ফেলেছে। এবার তিনি সুযোগ পেয়েছেন শিল্প সংস্কৃতির প্রচীন তল্লাট সুদূর ইতালিতে।



বাপ্পীর চিত্র ভুবন ও নাটকঃ ব্যস্ততা এখন তার পেইন্টিং নিয়ে

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content