তথ্যপ্রযুক্তি

মোহনগঞ্জে অজ্ঞাত যুবক হত্যার রহস্য উদঘাটন মূল আসামি গ্রেফতার

  Mahabub Alam ১৫ মার্চ ২০২৪ , সময় : ২:১৯ মিনিট অনলাইন সংস্করণ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ হাওরে গতকাল (১৪ মার্চ) এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। যাতে যুবকের কোন পরিচয় না পাওয়া যায়, এজন্য তার মুখমণ্ডলও আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ফিংগার প্রিন্ট এর সহায়তায় ২৪ ঘন্টায় ভিক্টিমের পরিচয় সনাক্ত ও মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।ভিক্টিম সাইফুল ইসলাম ঢাকার মিরপুরে থাকতো এবং ভাড়ায় মোটিরসাইকেল রাইড শেয়ারিং করতো ।

গত ১৩ মার্চ ভিক্টিম সাইফুল ঢাকা থেকে তার নিজের মোটরসাইকেল ভাড়ার চুক্তিতে মাসুক ও ফয়সাল নামে দুই জন ব্যক্তিকে নেত্রকোণা নিয়ে আসে এবং ১৪ মার্চ নেত্রকোণা জেলার মোহনগঞ্জের ৩ নং তেতুলিয়া ইউনিয়নের হানবীর তেল্লা বালুচরে ভিক্টিম সাইফুল এর গলাকাটা ও মুখমণ্ডল আগুনে পোড়া লাশ পাওয়া যায়।

নেত্রকোণা পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে ও থানা পুলিশের তৎপরতায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত অন্তর আহমেদ শান্ত (২১) কে আটক করা হয়। আটক অন্তর খালিয়াজুরী উপজেলার হারাকান্দি গ্রামের ছালেক মিয়ার ছেলে। অন্তরের বাড়ি থেকে ভিক্টিমের মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক অন্তরকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।

তিনি আরও জানান, অন্তরকে জিজ্ঞাসাবাদে সে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীরা গত ১০ দিন যাবত একটি মোটরসাইকেল হস্তগত করার জন্য পরিকল্পনা করতে থাকে।পরবর্তীতে আটক অন্তর ও অন্যান্য আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে ভিক্টিমের মোটরসাইকেল ভাড়া নিয়ে এসে একে অপরের যোগসাজশে ভিক্টিমকে হত্যা করে লাশ ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content