দেশজুড়ে

স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মন হত্যাকান্ডের আসামী কাওসার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

  MD KAYEAS AHMED ৩ মে ২০২৩ , সময় : ৬:০৫ মিনিট অনলাইন সংস্করণ

নেত্রকোণা প্রতিনিধিঃ

বারহাট্টা থানা এলাকায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মন হত্যাকান্ডের আসামী কাওসার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।

গত ২ মে, ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় বারহাট্টা থানাধীন প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মুক্তি রানী বর্মন (১৬), প্রেমনগর ছালিপুরা বিদ্যালয় হতে বিদ্যালয় ছুটির পর নিজ বাড়ি যাওয়ার পথে একই গ্রামের কাউসার (১৮), পিতা- সামছু মিয়া অতর্কিতভাবে মুক্তি বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাথায় ও ঘাড়ে  গুরুতর মারাত্মক রক্তাক্ত জখম করে।

স্থানীয় লোকজন এবং সহপাঠীরা আহত মুক্তি বর্মনকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভিকটিম মুক্তি বর্মনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একই তারিখ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময়  তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ নেত্রকোণা

জেলা পুলিশ সূত্রে জানা যায়,

উক্ত ঘটনায় আসামী গ্রেফতারের জন্য পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ তাৎক্ষনিক জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে চারটি টিমে বিভক্ত করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত ঘটনায় জড়িত আসামি ১) কাউসার (১৮) পিতা- শামছু মিয়া সাং-প্রেমনগর ছালিপুরা থানা- বারহাট্টা জেলা নেত্রকোনাকে অদ্য ইং ০৩.০৫.২০২৩ তারিখ প্রেমনগর পাকা ধান ক্ষেত সংলগ্ন জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে আসামি কাউসার এর নিকট থেকে জানা যায় যে, দীর্ঘ দিন যাবৎ ভিকটিম মুক্তি রাণী’কে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এই হত্যাকান্ড সংঘটিত করে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content