কলমাকান্দায় নিষিদ্ধ মাদক ইয়াবা- ট্যাপেন্টাডলসহ কারবারি যুবলীগ নেতা আটক

বাংলাদেশ পুলিশ

কলমাকান্দায় নিষিদ্ধ মাদক ইয়াবা- ট্যাপেন্টাডলসহ কারবারি যুবলীগ নেতা আটক

By MD KAYEAS AHMED

January 26, 2024

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দায় ইয়াবা ও মাদক হিসেবে ব্যবহার হয়ে আসা নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারের সাথে জড়িত এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে নেত্রকোনা জেলা আদালতে সোর্পদ করা হবে বলে জানায় পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

পুলিশ অভিযানে ২টি গরুসহ চোর আটক

আটককৃত মাদক কারবারি কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি মো. শরীফ মাহমুদ সুমন (৪৭) উপজেলা সদর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত সাহেব আলীর পুত্র।

থানার প্রেস রিলিজ সুত্রে জানা গেছে ,গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ লুৎফুল হকের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এস,আই) জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল মনতলা এলাকায় অভিযান চালায়। তখন মনতলা সড়কের কালীমন্দিরের সামনে থেকে আটক করা হয় মো. শরীফ মাহমুদ সুমনকে। এসময় তার দেহ ও তার বাসায় তল্লাশী করে ৩৫ পিস ইয়াবা ও ৪৮ পিস , ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১৫০ টাকা পাওয়া যায়। উদ্ধার মাদক ও টাকা জব্দ করে থানায় -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মো. শরীফ মাহমুদ সুমনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

হামলার শিকার ছাত্রলীগ নেতা গৌরবকে নিয়ে নতুন করে শঙ্কা!

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মো. শরীফ মাহমুদ সুমন উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি ব্যক্তি। আটককৃতের বিরুদ্ধে কলমাকান্দা থানায় আগের আরো ৪টি মামলা রয়েছে। আজ শুক্রবার তাকে নেত্রকোনা জেলা আদালতে সোর্পদ করা হবে জানান ওসি।