নেত্রকোণায় মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা
নেত্রকোণা প্রতিনিধি: মৎস্য খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেছেন তরুণ ছাত্রনেতা নাফিউর রহমান খান পাঠান। বুধবার (২১ আগস্ট) নেত্রকোনায় জেলা মৎস্য অফিসের আয়োজনে “মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
জেলা মৎস্য কৃষি অফিসার দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় কমিটির নেত্রকোণা জেলার সিনিয়র প্রতিনিধি সোহরাব উদ্দিন আকন্দ, প্রতিনিধি মাহবুব আলম, সাদিয়া ইসলাম, আব্দুল্লাহ আমিনী, লিওনসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
সভায় সোহরাব উদ্দিন আকন্দ বলেন, “আমরা ছোটবেলা মাছ পালন করে বড় হয়েছি। এখনো বিশ্বের অনেক দেশে মানুষের জীবিকার অন্যতম উৎস মৎস্য চাষ।”
নাফিউ পাঠান তার বক্তব্যে গণআন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “মৎস্য খাত শুধু অর্থনীতির জন্য নয়, খাদ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগাতে হলে প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “তরুণ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করতে অনেক সময় দুষ্কৃতকারীরা পুকুরে বিষ প্রয়োগ করে থাকে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা যদি এখন থেকেই সচেতনতা ছড়িয়ে দেয়, তবে মৎস্য খাত শিগগিরই লাভজনক ও পরিবেশবান্ধব শিল্পে পরিণত হবে।”
সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নাফিউ পাঠানের বক্তব্যে অনুপ্রাণিত হয় এবং মৎস্য খাতের উন্নয়নে তরুণদের সম্পৃক্ততার প্রতিশ্রুতি ব্যক্ত করে।