উসমান হাদীর মৃত্যুতে এনসিপি নেতা আহমদ শফী’র শোক প্রকাশ
উসমান হাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কলমাকান্দা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আহমদ শফী।
এক শোকবার্তায় তিনি বলেন, উসমান হাদীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন একজন প্রিয় মানুষকে হারিয়েছেন এবং সমাজ হারিয়েছে একজন ভদ্র, সজ্জন ও সম্মানিত ব্যক্তিত্বকে। সমাজে তাঁর অবদান ও মানবিক গুণাবলি মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।
তিনি মরহুম উসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে আল্লাহ তায়ালা যেন তাঁদের ধৈর্য ও শক্তি দান করেন।
উল্লেখ্য, উসমান হাদীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল তাঁর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে।























