দিদার আহমেদ এর ধূসর কাব্যকথা

ধূসর কাব্যিক দিদার আহমেদ এর ক বি তা ” পারবতী ”

By MD KAYEAS AHMED

August 31, 2021

”পারবতী”

 সে বেলায় কত সুন্দর ছিলো পৃথিবীটা,

হাসির কারণ গুলো জীবিত ছিলো জুড়ে নীলের অংশটা।

পারবতী তুমি গান গেয়েছিলে আমার আঙিনায়,

আমি মুখ তুলে তাকিয়েছিলাম তোমার দরজায়।

লাল তুমি নীলের প্রিয় হয়েছিলে সেদিন,

তোমার ঠোঁটের অতিরিক্ত ব্যাস্ততা ছিলো যেদিন।

ঘুম পাড়িয়ে ছিলে সেদিন বিরহের,

খুব দাম দিয়ে কিনেছিলাম বিড়ম্বনা শেষ প্রহরের।

আবেগমাখা খুনসুটিতে নাম দিয়েছিলাম,

স্বপ্ন ভাঙার গল্পগুলো হঠাৎ হারিয়েছিলাম।

পারবতী তুমি প্রিয় হয়েই আছো হিয়ায়,

জোৎস্না বিলে সাতার কাটছি হারিয়ে তোমার মায়ায়।

–ধূসর কাব্যিক

 

দিদার আহমেদ এর আরো কবিতা পেতে ভিজিট  করুন –

https://www.netrakonalive.com/didar-ahmed-dushor-kabbokota/

ব্রাহ্মণবাড়িয়া নৌকা ডুবি ঘটনার নিহতদের উদ্ধার কাজে ছিল নেত্রকোণার মান্না

জেলা প্রশাসন নেত্রকোণা কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে পুলিশের সদস্যের ছুটে চলার কাহিনী – নেত্রকোণা লাইভ