কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসংলাপ
কলমাকান্দা উপজেলা:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রংসিনপুর কমিউনিটি ক্লিনিকে মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও মানসিক আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে জনসংলাপ ও কর্মপরিকল্পনা তৈরি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় এ কর্মসূচির আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সংস্থা, সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবক ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাতৃস্বাস্থ্য রক্ষা, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ এবং কুসংস্কার দূরীকরণে সম্মিলিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। কর্মশালায় স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা শেষে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আল আমিন, পরিচালনা করেন সিএইচসিপি অনিক রায়। আলোচনায় অংশ নেন উপজেলা কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, হাজী আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার, স্থানীয় মসজিদের ইমাম এহতেশামুল হক, সমাজসেবক সুমা গোস্বামী, মো:আব্দুল মজিদ খান, ভিডিপি সদস্য মোঃ কায়েশ আহমেদ, সমাজকর্মী সাত্তার খান, কাউছার আহমেদ ও সালমা আক্তারসহ অনেকে।
আয়োজকরা জানান, এসবিসি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে।