দেশজুড়ে

সিধলী তদন্ত কেন্দ্র কর্তৃক চুরি করা ২৮৭০০০০/- টাকার ইলিশ মাছ উদ্ধার

By MD KAYEAS AHMED

January 25, 2023

জেলা পুলিশ নেত্রকোণাঃ

গোপন সংবাদের ভিত্তিতে সিধলী তদন্ত কেন্দ্রের পুলিশ কলমাকান্দার বিষমপুর গ্রামে, জনৈক তাহের আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে- ইলিশ মাছ ভর্তি ৫৬ টি ককসিটে মোড়ানো প্যাকেট উদ্ধার করে। যার মূল্য প্রায় ২৮৭০০০০/- টাকা।

বাড়ির মহিলাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, হক মিয়ার বোনের জামাই মোঃ হাসান মিয়া (২৮) পিং আব্দুল মোতালেব, সাং- গনমানপুরুরা, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জ ভোরবেলা একটি পিক-আপে উল্লেখিত ককশিট ভর্তি মাছ নিয়ে এই বাড়িতে রাখে।

পরবর্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে হাসান মিয়াকে গ্রেফতার করে।ঘটনার বিবরণে- হাসান জানায় যে, উক্ত ইলিশ মাছ সে চট্টগ্রাম থেকে লোড করে ঢাকার যাত্রাবাড়ী উদ্দেশ্য রওয়ানা হয়। পথিমধ্যে সহযোগী শান্ত মিয়া, হক মিয়া, তাহের মিয়া তার সাথে মেবাইলে যোগাযোগ করে উক্ত মাছ চুরি করার পরিকল্পনা করে।

ড্রাইভার হাসান মিয়া মাছ নিয়ে সরাসরি তাহের মিয়ার বাড়ি চলে আসে। তাহের, হক মিয়া ও হাসান মিয়া মাল আনলোড করে তাহেরের বাড়িতে রাখে।মালিকপক্ষ গাজীপুরের কালিয়াকৈর থানায় এই মাছ চুরির বিষয়ে অভিযোগ করেছে বলে জানা যায়।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।