টঙ্গী সরকারি কলেজে নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন
নেত্রকোনা প্রতিনিধি: টঙ্গী সরকারি কলেজে নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী সালমান রহমানকে আহ্বায়ক এবং মোহাম্মদ ইমরান হোসাইনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: সাব্বির ইসলাম, মো: সুমন খান, মো: নাজমুন ইসলাম রিফাত ও মো: বিল্লাল মিয়া। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো: রায়তুল খান, রওশনারা আক্তার, মুমতাহিনা মম, হেলিয়া আক্তার, নয়ন মিয়া, মেহদী হাসানসহ আরও অনেকে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, শিক্ষা ও শিক্ষার্থীর সার্বিক কল্যাণই হবে তাদের মূল লক্ষ্য। তারা একাডেমিক উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তাদের মতে, একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের সমস্যার সমাধান ও শিক্ষা-সচেতনতা বৃদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সেই লক্ষ্যেই তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন।
শিক্ষার্থী ও অভিভাবক মহলে আশা করা হচ্ছে, নবগঠিত এই কমিটি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী কল্যাণে ইতিবাচক অবদান রাখবে এবং একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।