নেত্রকোণা জেলা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ২০২৬ বোর্ডে নারী নেতৃত্বের জোরালো উপস্থিতি
কামরুন্নাহার সুইটি: নেত্রকোণা জেলা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ২০২৬ মেয়াদের বোর্ড গঠনে নারী নেতৃত্বের শক্ত অবস্থান স্পষ্টভাবে ফুটে উঠেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদের মধ্যে পাঁচটিতেই নারী প্রার্থীদের বিজয় সংগঠনটির নেতৃত্বে নারীদের অগ্রযাত্রাকে আরও দৃঢ় করেছে।
আরো পড়ুন:
দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন নেত্রকোনার মেয়ে সেজুতি
নেত্রকোনায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা বৃত্তি পেয়েছে ৩০ শিক্ষার্থী
গত ২৯ ডিসেম্বর সারা দেশের মতো নেত্রকোণা জেলাতেও একযোগে ভিবিডি জেলা বোর্ড নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির সদস্যরা জেলা ভিত্তিক সাতটি গুরুত্বপূর্ণ পদের জন্য তাদের ভোট প্রদান করেন। পরদিন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সংগঠনটির ন্যাশনাল বোর্ডের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ অধিকাংশ পদেই নারী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) পদে নারী নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনটির নীতিনির্ধারণ ও কার্যক্রম তদারকিতে নারীদের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে।
নবগঠিত এই বোর্ডের মেয়াদ চলবে ২০২৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নারী নেতৃত্বের এই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নেত্রকোণা জেলা তাদের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং জেলার সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
নেত্রকোণা জেলা ভিবিডি ২০২৬ বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: অর্চনা রানী দাস
ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন): সানজিদা জাহান হিমু
সাধারণ সম্পাদক: মোছা. সাথী আক্তার
মানবসম্পদ কর্মকর্তা: মোহাম্মদ আল ওহি
কোষাধ্যক্ষ: তৃষ্ণা মজুমদার
প্রকল্প কর্মকর্তা: মোহাম্মদ সাব্বির হোসেন
জনসংযোগ কর্মকর্তা: পাতা মনি
নবনির্বাচিত বোর্ডের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
















