মদনে গ্রন্থের মোড়ক উন্মোচন ও ইতিহাস সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
ফয়সাল চৌধুরী নেত্রকোনা থেকে:
নেত্রকোনার মদনে লেখক রাখাল বিশ্বাসের লোক সাহিত্য ও গ্রামীণ সংস্কৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন ও ইতিহাস সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জাহাঙ্গীরপুরের দেওয়ান বাড়িতে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
বিশিষ্ট লেখক গবেষক, দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ননী গোপাল সরকার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রনেন সরকার। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মদন সরকারি কলেজের প্রভাষক গিয়াস উদ্দিন খান রুবেল।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশারুফুজ্জামান খান, জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার, মদন আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসি, জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মঞ্জুরুল হক, কবি ও লেখক তালুকদার সারোয়ার জাহান আরেফিন, শিক্ষক অমিত দত্ত দিলু, কবি হান্নান শাহ, এবং গল্পকার ও সাংবাদিক ফয়সাল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লোক সাহিত্য ও গ্রামীণ সংস্কৃতি আমাদের চিরায়ত ঐতিহ্যের ধারক ও বাহক। স্থানীয় ইতিহাস ও সাহিত্য চর্চা নতুন প্রজন্মকে শেকড়ের সাথে যুক্ত করবে।