নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুলের ইন্তেকাল
নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা জেলা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১২ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১০টায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল দীর্ঘদিন ধরে নেত্রকোণার আইন অঙ্গনে নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় যুক্ত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় ছিলেন।
মরহুমের নামাজের জানাজা আগামীকাল সোমবার বাদ যোহর নেত্রকোণা মিফতাহুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে নেত্রকোণার আইনজীবী সমাজসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।















