মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ এর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিনিধি:
আজ ৬ জুলাই, কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন মাসুদ এর পিতা মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ এর ১৬তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৯ সালের এই দিনে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ ১৯৩১ সালে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রায়-বাগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন তৎকালীন হাচু তালুকদারের পুত্র শমসের আলী তালুকদার।
পেশাগত জীবনে তিনি নেত্রকোণার সিংহপুরুষ খ্যাত, সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান খানের সেরেস্তায় টানা ২২ বছর অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কর্মরত ছিলেন। সৎ, নীতিবান এবং সহজ-সরল জীবনযাপনকারী এই মানুষটি কর্মজীবনে এবং ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্র একজন মানুষ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বড় ছেলে একজন ব্যবসায়ী, ছোট ছেলে দেলোয়ার হোসেন মাসুদ একজন কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং কন্যা একজন গৃহিণী।
আজ তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছোট ছেলে কবি ও সাংবাদিক দেলোয়ার হোসেন মাসুদ সকলের প্রতি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আশীর্বাদের অনুরোধ জানিয়েছেন।
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন—আমিন।