জাতীয়

নেত্রকোণায় জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

  MD KAYEAS AHMED ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , সময় : ৪:১৯ মিনিট অনলাইন সংস্করণ

মোঃ কায়েশ আহমেদ (নেত্রকোণা) :

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নেত্রকোণায় ২৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিঃ সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জনাব মোহাম্মদ আছলাম সিকদার, পিডিএমএস, পরিচালক, ২৬ আনসার ব্যাটালিয়ন, জারিয়া, পূর্বধলা, নেত্রকোণা এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।

সমাবেশে প্রধান অতিথি সমাবেশ আয়োজনকারী জেলা কমান্ড্যান্ট কে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও সফলতা কামনা করেন। সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন ৫ই আগস্ট ২০২৪ এর পরবর্তী সময়ে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা ও গুরুত্বপূর্ণ কেপিআইসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদের ভূমিকা ছিল অপরিসীম। এছাড়াও তিনি ৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর সদস্যদের সর্বাত্মক অংশগ্রহণের কথাও উল্লেখ করেন।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোণা এর জেলা কমান্ড্যান্ট, মোঃ সোহগ হোসেন বিএএমএস। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেশের সেবায় পুলিশ ও আনসার সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম সরদার, উপপরিচালক, স্থানীয় সরকার, নেত্রকোণা সমাবেশে আগত বক্তরা তাদের বক্তব্যে বলেন আনসার ও ভিডিপি সদস্যদের সুশৃঙ্খল অবস্থান ও প্রদর্শিত প্রামাণ্যচিত্র তাদের মুগ্ধ করেছে। আর্থ সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকার কথা তারা উল্লেখ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তাগণ, নেত্রকোণা জেলা আভি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যগণ, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারসহ ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন ৪৫তম জাতীয় সমাবেশে সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক প্রাপ্ত সদস্য মোঃ কায়েশ আহমেদ।

অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপনা করেন নেত্রকোণা জেলার মদন উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব রীমি ফেরদৌসী। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ ৮৭ জন আনসার ও ভিডিপি সদস্যেদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content