এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘পুসাব’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মো: বাবলু (অর্নব)- ক্যাম্পাস প্রতিনিধি:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আজ ২১ মে ২০২৫ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো “পুসাব” (Private University Students’ Association of Bangladesh) এর পূর্ণাঙ্গ কমিটি। দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত এই কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের ৬০ জন মেধাবী, সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থী।
পুসাব একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং শিক্ষাবান্ধব ছাত্র সংগঠন, যার মূল উদ্দেশ্য হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং একটি সৃজনশীল ও গঠনমূলক ছাত্র নেতৃত্ব তৈরি করা। বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমবর্ধমান গুরুত্বের প্রেক্ষাপটে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করাই পুসাবের মুখ্য লক্ষ্য।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, যিনি এ কমিটির লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন। ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিবিএ বিভাগের তামিম রানা এবং ইংরেজি বিভাগের জান্নাতুল আরাবী জেরিন।
কমিটিতে স্থান পেয়েছেন মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত এই টিমে রয়েছে উদ্যমী তরুণদের এক সুদৃঢ় সমন্বয়, যারা একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে ইতোমধ্যেই সক্রিয়ভাবে জড়িত।
পুসাবের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং, বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন এবং প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন রচনা করা।
কমিটি ঘোষণার সময় রাকিবুল হাসান বলেন, “আমরা চাই পুসাব হোক সকল শিক্ষার্থীর অভিভাবকতুল্য একটি প্ল্যাটফর্ম। যেখানে সমস্যা শুধু চিহ্নিত হবে না, বরং সমাধানও হবে। এটি হবে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক সংগঠন।”
নতুন নেতৃত্বে শিক্ষার্থীরা আশাবাদী যে, পুসাব ভবিষ্যতে একটি শক্তিশালী ও ইতিবাচক ভূমিকা পালন করবে এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এই উদ্যোগে পাশে থাকবে এবং সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবে।