কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি এম. এ. খায়ের, সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক | নেত্রকোনা |
দীর্ঘ ১১ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) উপজেলার মাল্টিপারপাস হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী-সমর্থক এবং তৃণমূলের প্রতিনিধিরা।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা এম. এ. খায়ের। সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রথম অধিবেশনের বক্তব্যে নেতারা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। সর্বসম্মতিক্রমে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন এম. এ. খায়ের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া।
নবনির্বাচিত সভাপতি এম. এ. খায়ের বলেন, “বিএনপির এই ঐতিহাসিক সম্মেলন আমাদের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করবে। আমরা তৃণমূলকে সংগঠিত করে সামনে এগিয়ে যাবো।”
নবনির্বাচিত সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, “দায়িত্বভার অনেক বড়, তবে দলের স্বার্থে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।”
এই দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কলমাকান্দায় রাজনৈতিক চেতনার নতুন জোয়ার তৈরি হয়েছে। দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে বিএনপির একটি পূর্ণাঙ্গ সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উৎসাহ। অনেকেই মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড নতুন করে গতি পাবে এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে সংগঠন শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে।