ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে যাদের চোখে ফিরছে আলো
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণার দুর্গাপুরে দুঃস্থ ও অসহায় মানুষের আশার বাতিঘর হয়ে দাঁড়িয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে প্রায় অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া শত শত বয়োজ্যেষ্ঠ মানুষ এখন চোখের আলো ফিরে পাচ্ছেন।
আর্থিক অনটনে বছরের পর বছর চোখের ছানি অপারেশন করতে না পারা এসব মানুষের জন্য নিজ অর্থায়নে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। খাওয়া-দাওয়া, যাতায়াত, ওষুধসহ সব ধরণের খরচও বহন করছেন এই বিএনপি নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় “আর্তমানবতার সেবায় বিএনপি” এই স্লোগানকে সামনে রেখে ব্যারিস্টার কায়সার কামাল জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
গত ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ও কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পে ৯৩২ জন রোগী চক্ষু চিকিৎসা গ্রহণ করেন। তাদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ধাপে ধাপে রোগী নির্বাচন করা হয়।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার (৩০ জুলাই) ৪৫ জন রোগীকে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের জন্য পাঠানো হয়। যাত্রারত রোগীদের মধ্যে ১৯ জন নারী এবং ২৬ জন পুরুষ রয়েছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সহায়তা করেন।
চিকিৎসার জন্য অপেক্ষমাণ কয়েকজন রোগী তাদের অনুভূতি প্রকাশ করে বলেন—
আয়েশা আক্তার, একজন রোগী বলেন, “বহুদিন ধরে চোখের সমস্যায় ভুগছি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি। এখন ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের সহায়তায় চোখের চিকিৎসার সুযোগ পেলাম। দোয়া করি যেন ভালোভাবে অপারেশন হয়।”
আব্দুল গফুর, বালিচান্দা গ্রামের এক প্রবীণ বলেন, “নুন আনতে পান্তা ফুরায় আমাদের। চোখের চিকিৎসা ছিল অসম্ভব স্বপ্ন। আল্লাহ কায়সার ভাইয়ের মঙ্গল করুক।”
সবুজ মিয়া, রামবাড়ি গ্রামের একজন বলেন, “চোখে ছানি পড়েছে অনেক আগেই, কিন্তু চিকিৎসার টাকা ছিল না। এবার বিনামূল্যে চিকিৎসা হচ্ছে—এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যেই ৯৩২ জন রোগীর মধ্যে অনেকের সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়া হবে।
ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।















