নেত্রকোনায় ভুয়া জুলাই যোদ্ধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন গেজেট বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক (নেত্রকোনা) :
নেত্রকোনায় ভুয়া ‘জুলাই যোদ্ধা’ চিহ্নিত করে প্রতারক মুশফিকুর রহমানকে রাষ্ট্রীয় গেজেট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ছাত্র ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মুশফিকুর রহমান নামে এক ব্যক্তি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো ঘটনায় অংশগ্রহণ কিংবা আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুযোগ-সুবিধা গ্রহণ করছেন, যা শহীদ ও আহতদের প্রতি চরম অবমাননার শামিল।
তারা বলেন, রাষ্ট্রীয় সুবিধা গ্রহণের জন্য এমন মিথ্যাচার শুধু শহীদদের অসম্মানই নয়, বরং পুরো জাতির আত্মত্যাগের ইতিহাসকে কলঙ্কিত করছে। ভুয়া যোদ্ধাদের গেজেট থেকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, এই প্রতারণা বন্ধ না হলে প্রকৃত যোদ্ধাদের প্রতি রাষ্ট্রীয় অবিচার অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও অনেকেই ভুয়া পরিচয়ে সুবিধা নেওয়ার সাহস পাবে।
এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সজিব সরকার রতন, মোহনগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ, রেড জুলাই এর ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক আকাশ অভি, জুলাই যোদ্ধাহত যাচাই-বাছাই উপ-কমিটির সদস্য ফারজানা খানম রুবি, শিক্ষার্থী সাব্বির আহমেদ, মোস্তাহিদ ওলি সহ সাধারণ ছাত্র-জনতা ও সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে ভুয়া গেজেট বাতিল, প্রতারণার তদন্ত ও শাস্তি নিশ্চিত, এবং প্রকৃত যোদ্ধাদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।















