ব্যারিস্টার কায়সার কামাল বলেন
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ
নেত্রকোনা প্রতিনিধি:
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দল হিসেবে বিএনপি কখনোই কোনো ব্যক্তির অপরাধ বা অপকর্মের দায় নেবে না। যারা অপরাধী, তাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে দল নয়।
শনিবার (১২ জুলাই) নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “গত ১৫-১৬ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, রাজপথে রক্ত দিয়েছি। আজ যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো ভুল করে, তা কখনোই দলের ওপর বর্তাবে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী, এমন ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে ৪,০০০ থেকে ৪,৫০০ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।”
চলমান আন্দোলনের প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার বলেন, “আমরা একত্রিত হয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। ফ্যাসিস্ট শাসনের পতনের পরেও দেশে এখনো গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসেনি। কিন্তু বিএনপি থেমে যাবে না। যতদিন না তারেক রহমান দেশে ফিরে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন, ততদিন আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “আজ বিএনপিকে দেশি-বিদেশি চক্রগুলো জালিম বানিয়ে উপস্থাপন করতে চাইছে। অথচ বিএনপি হলো এই দেশের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। দু-একজনের অপরাধ দিয়ে গোটা দলের সংগ্রামী ভূমিকা প্রশ্নবিদ্ধ করা যাবে না।”
দীর্ঘ ১১ বছর পর আয়োজিত এ সম্মেলনে সকাল থেকেই কলমাকান্দা উপজেলা বিএনপির অডিটোরিয়াম প্রাঙ্গণে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব উন নবী খান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে এমএ খায়েরকে সভাপতি ও সাইদুর রহমান ভূঁয়াকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।















