নেত্রকোনায় ফ্রেশ সিরামিক (টাইলস)’র শুভ উদ্বোধন
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় ফ্রেশ সিরামিক (টাইলস)’র অনুমোদিত ডিলার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা শহরের বড় বাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুমোদিত ডিলার মেসার্স মীর টাইলস এন্ড ফিটিংস, কোর্ট স্টেশন রোড, নেত্রকোনার আয়োজনে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফ্রেশ সিরামিক (টাইলস)’র ডেপুটি ম্যানেজার মো. সাইফুল ইসলাম, মেসার্স মীর টাইলস এন্ড ফিটিংস ও মীর ফরেন ফার্নিচারের প্রোপ্রাইটর বিশিষ্ট ব্যবসায়ী মীর জুলহাশ, ফ্রেশ সিরামিকের সিনিয়র এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং অফিসার মো. মাসুদ রানা, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. দিদারুল আলম দিদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম শাহিন, মো. আব্দুল মান্নান, টাইলস নির্মাণ শ্রমিকসহ আরও অনেকে ।
Facebook Comments Box















