নেত্রকোনায় এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ মে, জেলা শহরের পাবলিক হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগের অঞ্চল তত্ত্বাবধায়ক জনাব রফিকুল ইসলাম আইনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক জনাব আবুল বাশার, কেন্দ্রীয় সংগঠক জনাব প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য জনাব ফাহিম পাঠান।
মতবিনিময় সভায় নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে এনসিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিটে সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে জোর দেওয়ার আহ্বান জানান তারা।
সভা শেষে এক সংক্ষিপ্ত সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
এনসিপির নেতারা আগামী দিনে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা-সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানান।